পুকুরের ভেতর বিশাল এক ঈগল পাখি। ভীষণ অসুস্থ; উড়তে পারছে না। পাখিটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সিরাজুল ইসলাম। আর তারপর থেকেই বিশাল এই পাখিটিকে দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। প্রায় ১৫ কেজি ওজনের তিন ফুট উঁচু পাখিটির আট ফুট করে লম্বা দুটি ডানা রয়েছে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ পাখিটি উড়তে না পারায় নিস্তেজ হয়ে পড়েছে।
Advertisement
বুধবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলায় অসুস্থ ঈগল পাখিটি ধরা পড়েছে। পাখিটি উদ্ধার করে বর্তমানে উপজেলার ভেড়ভেড়ী গ্রামের কচিরপাড়ার আকতারুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে।
আকতারুল ইসলাম জানান, পাখিটিকে মাছ, পানি ও পাউরুটি খাওয়ানো হয়েছে। বর্তমানে পাখিটি আগের চেয়ে অনেকটাই সুস্থ। পাখিটিকে বেঁধে রাখা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ বলেন, অসুস্থ ঈগল পাখিটির চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পাখিটি উদ্ধারের দায়িত্ব বন বিভাগের।
Advertisement
এফএ/আইআই