আন্তর্জাতিক

ভাঙনের পথে বিজেপি-শিবসেনার জোট

আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও শিবসেনার মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। অবস্থা এমন যে, যে কোনো মুহূর্তে ২৫ বছরের এই জোট ভাঙার ঘোষণা আসতে পারে।আগামী ১৫ অক্টোবর শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। এর আগেই উভয় দলের মধ্যে শুরু হয়েছে আসন ভাগাভাগির আলোচনা। মহারাষ্ট্রে এবারের বিধানসভা নির্বাচনে আসন বৃদ্ধির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদটিতেও প্রার্থী দিতে চাচ্ছে শিবসেনা। এ জন্যই নাকি চার মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জেতাতে কোমর বেঁধে নেমেছিল উদ্ধব ঠাকরের দল শিবসেনা।কিন্তু বিজেপি আগের মতোই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করতে চাচ্ছে। শিবসেনাকে বেশি আসন দেওয়ার ব্যাপারেও তেমন আগ্রহী নন বিজেপি নেতারা। সম্প্রতি লোকসভার উপনির্বাচনে বিজেপি যে ধাক্কা খেয়েছে, তাকে পুঁজি করেই দলটির ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছিলেন উদ্ধব ঠাকরে। তা তো সম্ভব হয়নি। বরং জোট এখন ভাঙার পথে।উভয়পক্ষই শুক্রবার তাদের দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। কিন্তু কোনো ইতিবাচক ফল আসেনি।

Advertisement