বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে গত বছরের ১২ই রমজানে বাসচাপায় নিহত ১১ জনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইচলাদী বাসস্ট্যান্ডে নিহতের স্বজনরা এ অনুষ্ঠানের আয়োজন করে।নিহতদের স্বজনরা জানান, ২০১৪ সালের ১১ জুলাই ঢাকা থেকে বরিশালগামী ঢাকা মেট্রো ব-১৪-০৫৯৪ নং হানিফ পরিবহনের চাপায় ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিল। সে দিনের নিহতরা হলেন, উজিরপুর সদর ইউনিয়নের ইচলাদী গ্রামের আ. হক আকনের ছেলে মো. মামুন আকন (২২), একই গ্রামের মৃত গহের আলী বেপারীর ছেলে হাকিম বেপারী (৬০), ইয়াছিন শরীফের ছেলে মো. নীল শরীফ (৩৮), মুন্ডপাশা গ্রামের মৃত হাশেম ফকিরের ছেলে রিকশা চালক মো. হারুন ফকির (৪২), মোফাজ্জেল বিশ্বাসের ছেলে অটোরিকশা চালক মো. জুয়েল বিশ্বাস (৪০), শিকারপুর গ্রামের মৃত মৌজে আলী হাওলাদারের ছেলে রিকশা চালক আলমগীর হাওলাদার (৪৫), গুঠিয়া ইউনিয়নের আশোহার গ্রামের হাবিবুর রহমান নাঈম খলিফার স্ত্রী মুন্নি বেগম (২৮), ডহরপারা গ্রামের আদম আলী ফকিরের ছেলে বাসের হেল্পার মো. সোহাগ ফকির (৩০), শোলক ইউনিয়নের দক্ষিন ধামুরা গ্রামের মোতালেব বেপারীর ছেলে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি জাহাঙ্গীর বেপারী (৩৮), বরাকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামের আছমত আলী মৃধার ছেলে মো. মুজাম্মেল মৃধা (৪৫), বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত মোবারেক হাওলাদারের ছেলে টেম্পু চালক ইউনুস হাওলাদার (৪০)। এদিকে, সেদিনের ঘটনা আজও ভুলতে পারেনি স্বজনহারা পরিবারগুলো এবং এলাকার বাসিন্দারা। সাইফ আমীন/এআরএ/আরআইপি
Advertisement