আন্তর্জাতিক

চেন্নাই এক্সপ্রেসের নায়িকা প্রীতি

ভারতের দক্ষিণাঞ্চীয় রাজ্য তামিল নাড়ুর চেন্নাই শহরে এক নারীর হাত ধরে যাত্রা শুরু করলো মেট্রোরেল। আলানদুর থেকে কোয়াম্বেদু স্টেশন পর্যন্ত প্রথম মেট্রোরেলের চালক ছিলেন প্রীতি নামে ২৮ বছর বয়সী এক নারী। মেট্রোরেল চালানোর স্বপ্ন পুরণ করতে তিনি প্রথম চাকরি ছেড়ে দিয়েছিলেন। সোমবার নিজের ইচ্ছেশক্তি দিয়ে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করলেন প্রীতি। তার বাবা আর আনবু বলছেন, আমি খুবই উত্তেজিত। আমার মেয়ের মেট্রোরেলের চালক হওয়ার স্বপ্ন আজ সত্যি হয়েছে।চেন্নাইয়ের সরকারি পলিটেকনিক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন তিনি। প্রশিক্ষণের জন্য প্রায় দেড় বছর চেন্নাই ও দিল্লিতে কাটিয়েছেন। একটি চাকরিতেও ঢুকেছিলেন। কিন্তু যেদিন থেকে চেন্নাইতে মেট্রোরেলের প্রকল্প শুরু হয়েছে, সেই দিন থেকেই প্রীতির স্বপ্ন মেট্রোরেলের চালক হবেন।মেট্রোরেলের চালকের পদের জন্য আবেদন করার পর, প্রথম নারী হিসেবে বাছাই করা হয় প্রীতিকে। এরপর আরো তিনজনকে বাছাই করা হলেও, প্রথম ট্রেনের চালক করা হয় প্রীতিকেই। এর ফলে চেন্নাইয়ে ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয় এক প্রীতির হাতে। সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন থেকে লাইভ ভিডিওর মাধ্যমে চেন্নাই মেট্রোরেলের ফ্ল্যাগ অফ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতা।বিএ/আরআইপি

Advertisement