সোলার ইমপালস টু বিমান হাওয়াইয়ের উদ্দেশে সোমবার জাপান ছেড়েছে। শুধুমাত্র সৌর শক্তিতে চালিত এ বিমান পৃথিবী প্রদক্ষিণের অংশ হিসেবে সবচেয়ে উচ্চাভিলাষি এ যাত্রা শুরু করলো।সুইস পাইলট আন্ড্রে বোর্শবার্গ (৬২) জাপানের নাগোয়া থেকে স্থানীয় সময় ৩টায় যাত্রা করেন। পাঁচদিন আগে বিমানটির যাত্রা শুরুর কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়।মুখপাত্র এলকে নিউম্যান জানান, স্থানীয় সময় ৩টা ৪ মিনিটে এটি যাত্রা শুরু করেছে। জাপান থেকে হাওয়াই যেতে বিমানটিকে সাত হাজার নয়শ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে। বিমানটি বিরতি না দিয়েই অন্তত পাঁচদিন পাঁচরাত চলবে। ভূপ্রদক্ষিণের অংশ হিসেবে বিমানটি অষ্টম পর্যায়ের অভিযান শুরু করেছে।বোর্শবার্গ বলেন, দীর্ঘ এ বিমানচালনায় তিনি যোগ ব্যায়াম করবেন এবং সাধারণত রাতের বেলায় ২০ মিনিট করে ঘুমাবেন। সোলার ইমপালস টু বিমানটি চলতি বছরের প্রথম দিকে এক ফোঁটা জ্বালানি না নিয়ে পৃথিবী প্রদক্ষিণের উদ্দেশে আবুধাবি থেকে যাত্রা করে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে এটি জাপানে অবতরণে বাধ্য হয় এবং এক মাসের জন্যে আটকা পড়ে।বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাতকারে বিমানের দুই পাইলটের একজন বার্ট্রান্ড পিকার্ড বলেন, কয়েক সপ্তাহের মধ্যে অবশ্যই বিমানটিকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হবে। না হলে একবছরের জন্যে আটকা পড়তে হবে।সোলার ইমপালস টু বিমানটিতে ১৭ হাজার সৌর সেল ও রিচার্জজেবল ব্যাটারি রয়েছে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার।এসএইচএস/আরআই
Advertisement