১৪৪ ধারা উপেক্ষা করে রংপুরে নবগঠিত জেলা ও জাতীয় পার্টির এরশাদ সমর্থকরা শাপলা চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভমিছিল ও সমাবেশ করেছে। এসময় সমাবেশে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে এরশাদ সমর্থকরা শাপলা চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশ চলাকালে সেখানে কে বা কারা দুটি হাতবোমা ফাটায়। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হন। এ সময় সেখানে উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পরিস্থিতি শান্ত হয়।সমাবেশে বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব এরশাদের ভাতিজা সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।উল্লেখ্য, রংপুরে একই স্থানে সভা আহবান করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন এ ধারা জারি করে।
Advertisement