প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে নির্মিত হচ্ছে ‘ভাটির সুরে মাটির গান’ শীর্ষক প্রামাণ্যচিত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছেন প্রখ্যাত নির্মাতা মোহাম্মদ আবু তাহের। গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন লোকেশনে প্রামাণ্যচিত্রটির চিত্রধারণের কাজ চলছে। ৪০ মিনিট স্থিতিকালের এ প্রামাণ্যচিত্রটির শুটিং গত ২৫ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন মঙ্গলবার শেষ হবে। ইতোমধ্যে প্রয়াত বাউলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে চিত্রধারণের কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেট শহরের বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে। এটি রচনা করেছেন সাংবাদিক শ্যামল দত্ত। এর আগে ২ মে প্রথম দফায় টানা পাঁচ দিন সিলেটের বিভিন্ন লোকেশনে প্রামাণ্যচিত্রটি নির্মাণের জন্য দৃশ্য ধারণ করা হয়। বিশিষ্ট প্রামান্যচিত্র নির্মাতা ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের চিত্র প্রযোজক মোহাম্মদ আবু তাহের জাগো নিউজকে বলেন, শাহ আবদুল করিমের মতো একজন গুণী মানুষকে নিয়ে সরকারি উদ্যোগে কোনো কাজ করার দায়বোধ থেকেই প্রামাণ্যচিত্রটির কাজ শুরু হয়েছে। প্রায় এক বছর ধরে তার জীবন ও কর্ম নিয়ে আমরা গবেষণা করে আসছি। আগামী বছর বাউলের জন্মশতবর্ষকে সামনে রেখে এ প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের চিত্র প্রযোজক মোহাম্মদ আবু তাহের এর আগে ‘কাঙাল হরিনাথ’, ‘পদ্মাতীরে রবীন্দ্রনাথ’ ও ‘জহির রায়হান’সহ প্রায় অর্ধশতাধিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। যা ইতিমধ্যেই স্বাস্বত সমাজে প্রশংসিত হয়েছে।ছামির মাহমুদ/এমএএস/আরআইপি
Advertisement