জোটের কর্মসূচির ব্যাপারে দলীয় সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া এবং জোটে অধিকতর গণতন্ত্রের চর্চাসহ পাঁচটি বিষয় সুরাহার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) একাংশ। অন্যথায় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কাকরাইলের ঈশা খাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর এনডিপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজাকে অব্যাহতি দিয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। এর আগে গত ২৪ আগস্ট ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে একটি অংশ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যায়। তার আগে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপির জোটসঙ্গী দল ন্যাপ ভাসানী জোট ছেড়ে যায়। আন্দোলন দমনের অংশ হিসেবে সরকার ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছেন জোটের সবচেয়ে বড় দল বিএনপির নেতারা।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ২০১২ সালের ১৮ এপ্রিল বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট থেকে ১৮ দলীয় জোট হয়। বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্র্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ নিয়ে ওই জোট হয়। পরে কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ ও সাম্যবাদী দলের একাংশ এই জোটে যোগ দেওয়ায় এটি ২০ দলীয় জোটে রূপ নেয়।
Advertisement