খেলাধুলা

বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হতে চান না মেসি

বিশ্বকাপই প্রায় অনিশ্চিত ছিল আর্জেন্টিনার। শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে ছিল তাদের বিশ্বকাপে খেলা। ইকুয়েডরের মাঠে গিয়ে কোনোমতে পা হড়কালেই বিশ্বকাপ খেলা আর হতো না আর্জেন্টিনা এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। শেষ ম্যাচে ইকুয়েডরের মাটিতে মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকেই বাজিমাত করল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়ে গেলেন মেসিরা।

Advertisement

ডিসেম্বর ১ তারিখই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। বাছাই পর্বে খুব বেশি সংগ্রাম করতে হলেও আর্জেন্টিনা রয়েছে পট-১ এ। আর ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন রয়েছে পট-২ এ। খুব বেশি সম্ভাবনা তৈরি হয়েছে গ্রুপ পর্বেই লা রোজাদের বিপক্ষে মেসিদের পড়ার। সেটাই এখন খুব ভয় হিসেবে কাজ করছে মেসির মনে। তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন, ‘স্পেন খুব কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপে আমি চাই না তাদের বিপক্ষে খেলতে।’

টাইকস্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘গ্রুপ পর্বে আমি স্পেনের মুখোমুখি হতে চাই না। কারণ, তারা খুব কঠিন প্রতিপক্ষ।’ স্প্যানিশ লা লিগায় খেলার কারণে, মেসি জানেন স্প্যানিশরা কতটা কঠিন। এ কারণেই তিনি প্রস্তুতি নিচ্ছেন স্পেনের বিপক্ষে না খেলার।

আবারও নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন মেসি। গুজব রটেছে, বার্সেলোনা সম্ভবত আজীবনের জন্য চুক্তি করতে চায় মেসির সঙ্গে। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষটা করতে চান স্বদেশি ক্লাব নিওয়েল ওল্ড বয়েজের হয়ে খেলে। তিনি বলেন, ‘আমার আবারও খুব ইচ্ছা ক্যারিয়ারের শেষ মুহূর্তে হলেও আর্জেন্টিনা ফুটবলে ফিরে যাওয়ার।’

Advertisement

আইএইচএস/বিএ