খেলাধুলা

কিশোরী ফুটবলের ফাইনালে ঠাকুরগাঁও-ময়মনসিংহ

টাইব্রেকারে টাঙ্গাইলকে হারিয়েই ঠাকুরগাঁয়ের মেয়েরা ছুটে যায় কোচ সুগা মরমুর দিকে। মুহূর্তেই যেন লাল সমুদ্রে পরিণত হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ডাগআউট। লাল জার্সি গায়ের ঠাকুরগাঁয়ের একঝাঁক কিশোরী তখন কোচকে জড়িয়ে অঝোরে কাঁদছেন। এমন একটি জয়ের পর সবার চোখেই আনন্দাশ্রু।

Advertisement

যে জয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর সেমিফাইনালের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ঠাকুরগাঁও জেতে ৩-১ গোলে।

তিন মিনিটে গোল করে এগিয়ে যাওয়া ম্যাচটি জিততে টাইব্রেকারে যেতে হবে-হয়তো এটা ভাবেনি ঠাকুরগাঁয়ের মেয়েরা। তাইতো জয়ের পর উল্লাস-উচ্ছ্বাসের বদলে তারা ভেঙে পড়েন আনন্দের কান্নায়।

কোচ সুগা মরমু ছাড়াও লাল-সমুদ্রের কেন্দ্রে ছিলেন আরেকজন-তিনি গোলরক্ষক সাগরিকা। টাইব্রেকারে জয়ের নায়িকা তো তিনিই। টাইঙ্গাইলের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়ে দলকে উপহার দিয়েছেন দারুণ এক জয়।

Advertisement

শুক্রবার ফাইনালে ঠাকুরগাঁয়ের প্রতিপক্ষ ময়মনসিংহ। অন্য সেমিফাইনালে ময়মনসিংহের মেয়েরা ৪-০ গোলে হারিয়েছে রাজশাহীকে। রনি আক্তারের হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ময়মনসিংহ। অন্য গোলটি করেছেন সালমা আক্তার।

আরআই/এমএমআর/আরআইপি