খেলাধুলা

খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে সিলেট

জয়টাকে নিজেদের অভ্যাসে পরিণত করে ফেলা সিলেট সিক্সার্স নিজেদের চতুর্থ ম্যাচে এসে বেশ চাপে রয়েছে। খুলনা টাইটান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেটে ৬৭ রান তুলেছে।

Advertisement

আজ সিলেট সিক্সার্সের সফল ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। উপুল থারাঙ্গা ২৬ আর আন্দ্রে ফ্লেচার ৪ রান করে ফিরে গেছেন। আর সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান শূন্য রান করেই ফিরে গেছেন সাজঘরে।

উইকেটে আছেন দানুষ্কা গুনাথিলাকার আর নাসির হোসেন। গুনাথিলাকা ২৪ বলে করেছেন ২৬ রান। নাসির অপরাজিত ৮ বলে ৯ রান নিয়ে।

এর আগে টানা তিন ম্যাচ জিতে উড়তে থাকা সিলেট নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের কাছে। আর টস জিতে রাতের শিশিরের কথা চিন্তা করে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিয়েছে খুলনার অধিনায়ক।

Advertisement

প্রথম তিন ম্যাচই জিতে উড়তে থাকা সিলেট বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। তার উপর তাদের দুই ওপেনার রয়েছেন এই আসরে সুপার ফর্মে। আর আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করাই সিলেটের লক্ষ্য।

আর মাত্র এক ম্যাচ খেলে হেরে যাওয়া খুলনা চাচ্ছে জয়ের ধারায় ফিরতে। খুব অল্প রানেই সিলেটকে আটকে দেয়াটাই তাদের মূল লক্ষ্য থাকবে।

এমএএন/এমএমআর/জেআইএম

Advertisement