দেশজুড়ে

আড়াইহাজারের শীর্ষ মানবপাচারকারী ইলিয়াস রিমান্ডে

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় শীর্ষ মানবপাচারকারী গ্রেফতারকৃত ইলিয়াসকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে শীর্ষ মানবপাচারকারী ইলিয়াসকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ জনতা।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির শেখ জাগো নিউজকে জানান, আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে শীর্ষ মানবপাচারকারী ইলিয়াস দীর্ঘদিন ধরে কক্সবাজার দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াতে লোক পাচার করে আসছিলেন। তার পাচারের শিকার পশ্চিম সরাবদী গ্রামের আবুল কালাম ও সিরাজ মিয়াকে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। এছাড়া অনেকের কাছ থেকে তিনি মুক্তিপণও আদায় করেছেন। নিখোঁজ আবুল কালামের বড় ভাই সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর মিয়া জাগো নিউজকে জানান, আবুল কালামকে পাচার করার পর থেকে তার সন্ধানের জন্য পাচারকারী ইলিয়াসের শরণাপন্ন হলে তিনি তার কোনো সন্ধান দিতে পারেননি।  মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর

Advertisement