দেশের নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মোট ১৯৯টি সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে। গতকাল (মঙ্গলবার) ছিল ওই আবেদনের শেষ দিন।
Advertisement
বুধবার ইসির সহকারি জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
জানা গেছে, নির্বাচন কমিশন এসব আবেদন যাচাই-বাছাই করে যেসব সংস্থা ইসির নিয়ম মেনে আবেদন করেছে তাদের তালিকা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে । এদের বিরুদ্ধে কারও কোনো আপত্তি আছে কি না তা জানতে চাইবে। কোনো সংস্থার বিরুদ্ধে আপত্তি পেলে এ বিষয়ে শুনানি হবে। এরপরই নিবন্ধনের জন্য পর্যবেক্ষক সংস্থার নাম চূড়ান্ত করবে ইসি।
এর আগে নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ছিল ১২০টি। এসব সংস্থা ২০১১ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। ওই নিবন্ধনের মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। কমিশন নতুন করে নিবন্ধন দেয়ার জন্য আগ্রহী সংস্থার কাছে গত ২৩ অক্টোবর দরখাস্ত আহ্বান করে। এরই প্রেক্ষিতে মোট ১৯৯টি সংস্থা ইসিতে নিবন্ধনের আবেদন করেছে।
Advertisement
এইচএস/এমএমজেড/আরআইপি