দেশজুড়ে

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ ১১ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি সাগর নামের মাছ ধরার ট্রলারের ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের জেলেরা উদ্ধার করে। এর আগে বরগুনার পাথরঘাটা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মেহের আলী নামক এলাকার ডুবজাহাজ নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, বঙ্গোপসাগরের মেহের আলী পয়েন্টে ভোররাতে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি সাগর নামের ট্রলারটি ডুবে যায়। এদিকে, মাছ ধরে ফেরার পথে এফবি রাজ্জাক নামে পটুয়াখালীর একটি ট্রলারের মাঝি ডুবে যাওয়া ট্রলারের জেলেদের সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পুয়াখালী জেলার কলাপাড়ায় নিয়ে আসেন।এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. রউফ জানান, বঙ্গোপসাগরে ট্রলারডুবির কোন ঘটনা ঘটেছে কিনা তা তাদের জানা নেই। এ ব্যাপারে তারা খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।# বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ ১১এসএস/আরআইপি

Advertisement