তথ্যপ্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই চলবে মেসেঞ্জার

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপসটি। শুধু নিজের নাম আর ফোন নম্বর দিয়েই এখন থেকে মেসেঞ্জারে সাইন-আপ করা যাবে।দ্য নিউজ ট্রাইবের খবরে বলা হয়েছে, মেসেঞ্জার ব্যবহার করতে আর ফেসবুক লাগবে না। ফেসবুক ব্যবহারকারী ছাড়াও যেকোনো মোবাইল ফোন ব্যবহারকারীরাও এই বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।ফেসবুকের এক কর্মকর্তা বলেন, শুধুমাত্র সাইন আপ করতে হবে বলে অনেকেই ফেসবুক ব্যবহার করা থেকে দূরে সরে যাচ্ছেন। তাই সাইন আপ করার ঝামেলা এড়াতে আমরা নতুন এ উদ্যোগ নিয়েছি। আশা করছি এই অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়বে।অ্যাপে ঢুকে নাম, মোবাইল নম্বর ও নিজের ছবি দিয়ে ফেসবুক মেসেঞ্জারে `সাইন আপ` করা যাবে। মেসেঞ্জারে ঢুকলেই প্রথম স্ক্রিনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিনা তা জানতে চাওয়া হবে। না থাকলে সেখানে দেওয়া অপশন অনুযায়ী চললে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই খুলতে পারবেন মেসেঞ্জার।এআরএস/আরআই

Advertisement