ক্যাম্পাস

খুমেকে পোশাকের পরিবর্তে বাজেটের অর্ধেক অর্থ প্রদান

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সাড়ে সাত লাখ টাকার কাপড়ের পরিবর্তে মাত্র অর্ধেক নগদ টাকা দেয়া হয়েছে। এ ঘটনায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।সংশ্লিষ্ট সূত্র মতে, দীর্ঘদিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির ১১০ জন কর্মচারীর জন্য পোশাক বরাদ্দ হয়। এ পোশাক সরবরাহের জন্য মেসার্স এসএস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। সাড়ে সাত লাখ টাকার পোশাক ১১০ জন কর্মচারীর মধ্যে বণ্টনের কথা থাকলেও এ পর্যন্ত কাউকেই পোশাক দেয়া হয়নি। বরং প্রত্যেককে দেয়া হয় মাত্র সাড়ে তিন হাজার করে টাকা। যার সর্বমোট পরিমাণ দাঁড়ায় তিন লাখ ৮৫ হাজার টাকা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ কর্মচারী জানান, পোশাকের পরিবর্তে টাকা দেয়ায় তারা খুশি। কিন্তু টাকার পরিমাণ বরাদ্দের অর্ধেক দেয়ায় তারা ক্ষুব্ধ। ক্ষুব্ধ হলেও এ নিয়ে কোন প্রতিবাদ করার সাহস নেই তাদের। কারণ হিসেবে তারা জানান, নেতাদের কথার বাইরে গেলে কাঙ্ক্ষিত স্থানে যেমন কাজ করার সুযোগ হারাতে হতে পারে, তেমনি আরো অনেকভাবে নিগৃহীত হওয়ারও আশঙ্কা রয়েছে।এ প্রসঙ্গে খুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, কর্মচারীদের টাকা নয়, পোশাকই দেয়া হবে। একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই কার্যাদেশ দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, ঈদের আগেই পোশাক সরবরাহ করা সম্ভব হবে।তবে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সহ-সভাপতি কবিরুল ইসলাম বলেন, টাকা দেয়ায় কর্মচারীদের ভাল হয়েছে। কারণ তারা ঈদের পর পোশাক তৈরি করে নেবে। এখন ভিড়ের মধ্যে পোশাক তৈরি হলে ভাল হবে না বিধায় এ পদ্ধতি তাদের জন্য ভাল।এদিকে, এসএস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হেমায়েত হোসেন হিমু পুরো বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন।আলমগীর হান্নান/এসএস/আরআই

Advertisement