শরীরে আগুন নিয়ে একদল মানুষের হাত থেকে পালিয়ে বাঁচতে চাওয়া দুটি হাতির সেই ছবিটি একটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে।
Advertisement
বিপ্লব হাজরার তোলা ছবিটিতে দুটি হাতিকে পালাতে দেখা যায়, যার একটি শাবক ও আরেকটি প্রাপ্তবয়স্ক।
পুরস্কার ঘোষণার কথা জানিয়ে স্যানচুয়েরি ম্যাগাজিন বলছে, এ ধরনের ঘটনা নিয়মিতই হচ্ছে।
ছবিটি তোলা হয়েছে পশ্চিমবঙ্গের বাকুরা জেলা থেকে; যেখানে হাতির সঙ্গে মানুষের লড়াই একটি নিয়মিত ঘটনা। এ জেলা প্রায়ই খবরের শিরোনামে পরিণত হয়- হাতির হামলায় মানুষের মৃত্যুর কারণে।
Advertisement
শেষ পর্যন্ত হাতি দু’টির ভাগ্যে কী ঘটেছে তা স্পষ্ট নয়।
এনএফ/পিআর