ক্যাম্পাস

স্পিকারকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মারকলিপি

বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল এমপিওভুক্ত কলেজের উপর আরোপিত ১০% ভ্যাট প্রত্যাহারসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।সোমবার বেলা ১২টার দিকে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল কেন্দ্রীয় সভাপতি হাসান তারেকের নেতৃত্বে শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরবর্তীতে তাদের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতনিধি দল স্পিকারের কাছে তিন দফা দাবিসহ একটি স্মারকলিপি পেশ করতে যায়। তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে- অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ এমপিওভুক্ত কলেজ থেকে ১০% ভ্যাট প্রত্যাহার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি ও গ্রেডিং প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর ও শিক্ষা বাণিজ্য বন্ধ করার দাবি। এমএইচ/এআরএস/পিআর

Advertisement