আগামী মাসে ভারতীয় দলের জিম্বাবুয়ে সফরে দলের সাথে থাকছেন না টিম ডাইরেক্টর রবি শাস্ত্রী। তবে সফর শেষে মৌসুমের বাকি সময়টা তিনি জাতীয় দলের সাথে থাকবেন বলে নিশ্চিত করেছেন। ঘনিষ্ঠ সূত্রমতে জানা গেছে বাংলাদেশ সফরের আগেই শাস্ত্রী জিম্বাবুয়ে নিয়ে এই সিদ্ধান্ত নেন। আগামী আগস্ট-সেপ্টেম্বরে সম্ভাব্য শ্রীলংকা সফরে শাস্ত্রী আবারো তার দায়িত্বভার বুঝে নিবেন। এর আগে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল আগামী বছর প্রথমবারের মত ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রী জাতীয় দলের সাথে থাকবেন। তবে টি২০ বিশ্বকাপের পরেও তার সাথে চুক্তির মেয়াদ বাড়তে পারে। বাংলাদেশ সফরের সময়ে সাবেক এই অধিনায়ক ইঙ্গিত দিয়েছিলেন বোর্ড চাইলে তিনি আরো বেশীদিন দলের সাথে থাকতে পারেন। জিম্বাবুয়ে সফরের আগে ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সাথে নতুন করে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই।এমআর/পিআর
Advertisement