অর্থনীতি

১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ওরিয়ন ইনফিউশন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

লভ্যাংশ প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। অর্থাৎ ২৯ নভেম্বর যেসব বিনিয়োগকারীর কাছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৭ পয়সা।

Advertisement

এমএএস/এমআরএম/আইআই