দেশজুড়ে

জয়পুরহাটে পিস্তল ও গুলিসহ নারী আটক

জয়পুরহাটের পাগলা দেওয়ান সীমান্ত এলাকা থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ সুরাইয়া খাতুন (২৫) নামে এক নারী অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার বেলা ১১টায় রূপনারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সুরাইয়া খাতুন রূপনারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, পাগলা দেওয়ান সীমান্ত এলাকার রূপনারয়ণপুর গ্রামে সুরাইয়া খাতুনের বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। এসময় দেশীয় তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ ওই নারী ব্যবসায়ীকে আটক করে বিজিবি। সে দীর্ঘদিন অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল বলেও জানান বিজিবি অধিনায়ক। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জয়পুরহাট সদর থানায় অস্ত্রসহ ওই নারীকে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। এসএস/এমএস

Advertisement