খেলাধুলা

সাইফুদ্দিনের অসাধারণ ফেরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০তে অসাধারণ বল করছিলেন বাংলাদেশ দলের উদীয়মান পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। হঠাৎ ব্যক্তিগত শেষ ওভারে এসে সব কিছু ওলট-পালট হয়ে গেল তার। দানবীয় ব্যাটসম্যান ডেভিড মিলার তার ওভারের প্রথম পাঁচটি বলই ছয়ে পরিণত করেছিলেন।

Advertisement

এমন বাজে ওভারের পর অনেকেই বলছিলেন, হয়তো ভেঙে পড়বেন সাইফুদ্দিন। আবার কেউ বলেছিলেন, এমন বিপর্যয়ে ভবিষ্যতে ভালো করার পাথেয় হিসেবে কাজে দেবে তার।

হয়তো দ্বিতীয় দলের কথাই কাজে লাগলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে উইকেট শূন্য থাকলেও পরের ম্যাচেই দারুণভাবে ফিরে এসেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।

কুমিল্লা দলের এ পেসার চিটাাগং ভাইকিংসের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়েছেন। আর তুলে নিয়েছেন ৩টি উইকেট। একটিও অতিরিক্ত রান দেননি সাইফুদ্দিন। বোলিং ইকোনমি রেট ছিল ৬। টি-২০ ক্রিকেটে যে ইকোনমিকে বেশ ভালোই বলা যায়।

Advertisement

এমএএন/এমএমআর/আরআইপি