জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ফেসবুক পেইজ না থাকায় বিভ্রান্তিতে পড়তে হয়েছে অনেক মশিক্ষার্থীকে। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেইজ থাকলেও জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ফেসবুক পেইজ নেই।এ সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নামকে অল্প পরিবর্তন করে অথবা হুবহু বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক পেইজ খোলা হয়েছে। এসব পেইজ কোনো ব্যাক্তি বা কোনো দলের উদ্দ্যোগে তৈরি করা হয়েছে।হৃদয়ে জাহাঙ্গীরনগর, হৃদয়ে জানবিবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর পরিবার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইত্যাদি নাম দিয়ে ফেসবুকে পেইজ খোলা হয়েছে। আবার একই নাম একাধিক বার ব্যবহার করে ফেসবুকে এসব গ্রুপও খোলা হয়েছে। সব মিলিয়ে দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামে পঞ্চাশটিরও বেশি ফেসবুক পেইজ আছে ।এ সকল পেইজে না দেখেই হরহামেশাই সকল ফেক আইডি অ্যাড করা হয়েছে। আবার সকল সদস্যদের এসব পেইজে পোস্ট করার মত সুযোগ আছে। আবার কিছু কিছু পেইজের অ্যাডমিন কে তা বোঝা যায় না। যার ফলে এসব গ্রুপ পেইজে বিভিন্ন প্রকার ফেক আইডি থেকে অশ্লীল ও আপত্তিকর সব কিছু পোস্ট করা হচ্ছে। যা দুই থেকে তিন দিন ধরে থাকলেও কেউ পেজ থেকে মুছে ফেলে না। যার ফলে অনেকেই এসব পেজে ঢুকে আপত্তিকর অবস্থায় পড়তে শুরু করেছে। এর মধ্যে একটি পেইজের সহস্রাধিক সদস্য থাকা সত্ত্বেও দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু লোগো ব্যবহার করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।এসব পেজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয়ের সাবকে ও বর্তমান শিক্ষার্থীরা। তারা মনে করছেন যে সব পেইজ ফেসবুকে আছে সব পেইজের মধ্যে একটা সমন্বয় হওয়া প্রয়োজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান অনেক শিক্ষার্থীই মনে করেন যে, প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার কারণে এ রকম হচ্ছে।এ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নূর আলম হিমেল বলেন, প্রযুক্তির দিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালনয়ের উদাসীনতা রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চললে আমাদের বিশ্ববিদ্যালয়েরও ফেসবুকে নিজস্ব পেইজ খোলা দরকার। তাহলে আমাদের বিভ্রান্তি কমে যাবে।এ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, আমাদের নিজস্ব কোনো পেইজ ফেসবুকে নেই। ব্যাক্তিগতভাবে অনেকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে পেইজ আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো পেইজ ফেসবুকে খোলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনই এমন কিছু করা হবে না। পরে এসব নিয়ে ভাবা হবে।হাফিজুর রহমান/এসকেডি/পিআর
Advertisement