খেলাধুলা

'ধীরে চলো' নীতিতে এগুচ্ছে কুমিল্লা

বর্তমানে টি-টোয়েন্টিতে ১৪৪ রানের লক্ষ্য খুব বড় না। তাই 'ধীরে চলো' নীতি মেনেই এগুচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে চিটাগং ভাইকিংসকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল কুমিল্লা। ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছিল মাত্র ১৪৩ রান।

Advertisement

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লার হয়ে ওপেন করতে আসেন জশ বাটলার ও লিটন কুমার দাশ। দু'জনে মিলে ৪৩ রানের জুটি গড়েন। তবে লিটনকে ব্যক্তিগত ২৩ রানে এলবির ফাঁদে ফেলেন শুভাশীষ রায়। এরপর থেকে দেখে-শুনে ঠান্ডা মাথায় খেলে যাচ্ছেন জশ বাটলার ও ইমরুল কায়েস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাটলার ৩৪ বলে ৪০ আর ইমরুল ২৫ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন। কুমিল্লার সংগ্রহ ১২.১ ওভারে ১ উইকেটে ৯১ রান।

এই ম্যাচে জিততে হলে কুমিল্লার এখন ৬ দশমিক ৯০ রান রেটে খেললেই যথেষ্ট। ধীরে চললেও তারা কিন্তু প্রতি ওভারে গড়ে ৭ দশমিক ৫০ গড় রেখেই এগিয়ে চলেছে।

Advertisement

এমএএন/এমএমআর/আইআই