আন্তর্জাতিক

এক বছরে ৪৮৩ ফিলিস্তিনি শিশু গ্রেফতার

২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত ৪৮৩ ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার এক বিবৃতিতে দেশটির কারাবন্দি ও মুক্তিপ্রাপ্তদের সংগঠন প্রিজনার্স অ্যান্ড ফ্রিড প্রিজনার্স কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর।

Advertisement

কুদস প্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েলি বাহিনী কর্তৃক আটককৃত অধিকাংশ ফিলিস্তিনি শিশুদের প্রশাসনিক নজরদারিতে ওফের সামরিক কারাগারে রাখা হয়েছে।

মানবাধিকার আইনজীবী লওআই আল-মানসি বলেছেন, শুধুমাত্র অক্টোবর মাসেই ৪০ জন ফিলিস্তিনি শিশু গ্রেফতার হয়েছে। এদের মধ্যে আটজনকে নির্যাতন করা হয়েছে।

আল মানসি আরো বলেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হওয়ার পর এক শিশুকে গ্রেফতার করা হয়। ইসরায়েলি বাহিনীর কাছে আটক হওয়া শিশুদের বয়স ১৩ থেকে ১৭ বছর। তাদের বিরুদ্ধে ৭৮ হাজার শেকেল জরিমানা করা হয়েছে।

Advertisement

টিটিএন/পিআর