দেশজুড়ে

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষা অফিসের কার্যক্রম

বরিশালের আগৈলঝাড়ার গণপূর্ত অধিদফতরের ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম। এ ভবনটি নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে কার্যক্রম পরিচালনা করছেন।শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে এ ভবনটি উপজেলা আদালত ভবন ও হাজতখানা হিসেবে ব্যবহার শুরু হয়। এরপর উপজেলা পরিষদের কার্যক্রম স্থগিত হলে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। ফলে ভবনের বিভিন্ন স্থানে প্লাস্টার ধসে বড় বড় ফাঁটল ধরায় মারাত্মক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। এদিকে, উপজেলা সদরে কোন কার্যালয় ও কার্যক্রমের সুবিধা না থাকায় মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম চলছে ভাড়ার বিনিময়ে। গণপূর্ত বিভাগ ভাড়া আদায় করলেও দীর্ঘদিন তা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি তারা। সংস্কারের জন্য মাধ্যমিক শিক্ষা অফিস আবেদন করলেও গণপূর্ত বিভাগ কোন ব্যবস্থা নেয়নি। ভবন সংস্কারের জন্য ২০০৮ সালের ৩ মার্চ, ২০০৯ সালের ২০ মে, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর ৩ দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের কাছে পৃথক পৃথকভাবে আবেদন করে। ভবনটি এতই ঝুঁকিপূর্ণ যে চারদিকের দরজা-জানালা ভাঙা, ছাদের প্লাস্টার উঠে গিয়ে রড বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ দিয়ে পানি পড়ে মাধ্যমিক শিক্ষা অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যায়। অফিসে আসা লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বাধ্য হয়ে তারা অফিসে ঢুকছেন, কাজকর্মের ফাঁকে সব সময় তারা আতঙ্কের মধ্যে থাকেন কখন তাদের গায়ে প্লাস্টার খসে পড়ে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমাকে লিখিতভাবে জানালে আমি বরিশাল জেলা গণপূর্ত বিভাগের সাথে আলোচনা করে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এসএস/এমএস

Advertisement