ধর্ম

ইসলামের বিধান পালনে আত্ম-নিয়ন্ত্রণের আমল

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে।

Advertisement

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُمِيْتُ) ‘আল-মুমিতু’ একটি। যদি কোনো ব্যক্তির আত্ম-নিয়ন্ত্রণ না থকে তবে এ পবিত্র নামের আমলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمُمِيْتُ) ‘আল-মুমিতু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-মুমিতু’অর্থ : ‘মৃত্যু দানকারী’

Advertisement

আরও পড়ুন

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْمُحْيِيُ)-এর আমল ফজিলত

>> যদি কোনো ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে অক্ষম হন এবং শরিয়তের বিধিবিধান পালনে অপারগ হন; তবে সে যেন রাতে ঘুমানোর সময় বুকের ওপর হাত রেখে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُمِيْتُ) ‘আল-মুমিতু’ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি আত্মা তার অনুগত হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব আত্ম-নিয়ন্ত্রণ বিমুখ লোককে শরিয়তের বিধি-বিধান যথাযথ পালনে একনিষ্ঠ হতে আল্লাহ তাআলার গুণবাচক নামের এ ছোট্ট আমলটি যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আইআই

Advertisement