দেশজুড়ে

সমবায় সমিতির উপর করারোপের প্রতিবাদে মানববন্ধন

এবারের বাজেটে সমবায় সমিতির উপর প্রস্তাবিত ১৫ শতাংশ করারোপ প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমবায় সমিতিগুলোর জাতীয় সংগঠন কালব ও শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। সোমবার সকাল ১১টা থেকে আধা ঘণ্টাব্যাপি এ মানববন্ধন শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান সাদেকুল ইসলাম। লিখিত বক্তব্য উপস্থাপন করেন কালব জেলা ব্যবস্থাপক গোলাম ফারুক। এসময় বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক রশিদুল হাসান, জলঢাকা উপজেলার নুর মো. নাছিম ও কিশোরগঞ্জ উপজেলার সিরাজুল ইসলাম।বক্তারা উল্লেখ করেন, সমবায় সমিতিগুলোর উপর করারোপ করা হলে সমাজে ব্যাপক হারে আয় বৈষম্য সৃষ্টি করবে। এর ফলে সমবায় আন্দোলনের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যা স্বল্প আয়ের মানুষের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানান বক্তারা।জাহেদুল ইসলাম/এসএস/পিআর

Advertisement