আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার একটি বিস্ফোরণের পর টেলিভিশন স্টেশনে ঢুকে হামলা চালায় বন্দুকধারীরা। খবর ডন।
Advertisement
ওই টেলিভিশন স্টেশনের এক টুইট বার্তায় জানানো হয়েছে, ভবনটিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন স্টাফ টেলিফোনে জানিয়েছেন, তারা চার-পাঁচজনকে নিহত হতে দেখেছেন।
কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।
তিনি জানিয়েছেন, বন্দুকধারীরা টিভি স্টেশনের প্রবেশমুখে প্রথমে বিস্ফোরণ ঘটায় এবং হামলা চালায়। হামলার ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছে। তবে অন্যরা নিরাপত্তা রক্ষীদের ওপর গ্রেনেড ছুড়ে হামলা চালিয়েছে।
Advertisement
হামলার পর পশতু ভাষার শামসাদ টেলিভিশন চ্যানেলটি তাদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখেছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
টেলিভিশন চত্বর নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। ভবনের ভেতরে এখনও অনেক স্টাফ আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
টিটিএন/জেআইএম
Advertisement