সিডনিতে প্রাইমারি স্কুলের একটি ক্লাসরুমে চলন্ত গাড়ি ঢুকে পড়ার ঘটনায় আট বছরের দুই শিশু নিহত হয়েছে। ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
Advertisement
বাংকসিয়া রোড পাবলিক স্কুলের ওই দুর্ঘটনায় আরো তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ১৯ শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়েছে। ক্লাসরুমে গাড়ি ঢুকিয়ে দেয়া ৫২ বছর বয়সী এক নারীকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের ধারণা এই ঘটনা ইচ্ছাকরে ঘটানো হয়নি।
পশ্চিম সিডনির স্কুলটিতে দেয়াল ভেঙে গাড়ি ঢুকে পড়ার সময় শিক্ষকসহ ২৪ জন শিশুশিক্ষার্থী ওই ক্লাসরুমটিতে ছিল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
Advertisement
ক্লাসরুমে গাড়িটি আঘাত করার পর দুই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আহত নয় বছর বয়সী এক শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন শিশু আহত হয়েছে। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই ঘটনা ইচ্ছাকৃত বলে আমরা মনে করি না।
টিটিএন/পিআর
Advertisement