বান্দরবানের লামায় এক মাদ্রাসা শিক্ষকসহ তিনজনকে অপহরণ করেছেন সন্ত্রাসীরা। পরিবারের কাছ থেকে মোবাইলে মুক্তিপণ বাবদ এগার লাখ টাকা দাবি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।অপহৃতরা হলেন, ফাসিয়াখালীর বাসিন্দা মৃত আবুল হাসেমের ছেলে হারগাছা মাদ্রাসার শিক্ষক নেজাম উদ্দিন (৪২), চকরিয়ার দুলাহাজরা বাসিন্দা মৃত মোজাম্মেলের মোহাম্মদ কামাল উদ্দিন (৩২) ও আলী আহম্মদ (৪৫)।ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জাগো নিউজকে জানান, রোববার রাতে কক্সবাজারের দুলাহাজারা থেকে সিএনজি গাড়িতে করে ফেরার পথে ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তিনজনকে অপহরণ করে নিয়ে যান।অপহরণের পর সন্ত্রাসীরা অপহৃত শিক্ষক নেজামের পরিবারের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এদিকে কামাল এবং আলী আহম্মদ একই পরিবারের সদস্য। তাদের কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা।লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হবে।সৈকত দাশ/এমজেড/পিআর
Advertisement