উজানের ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবারো বন্যা দেখা দিয়েছে। সোমবার সকাল ৬টা থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার (বিপদসীমা ৫২ দশমিক ৪০) ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) স্লুইচ গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তিস্তার বন্যায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার, গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তর্ণ এলাকার ২৫টি চর ও গ্রামের ১০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী জাগো নিউজকে বলেন, মোস্তাফিজুর রহমান তিস্তা অববাহিকার ডালিয়া পয়েন্ট ২৪ ঘণ্টায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হলেও উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তায় বন্যা দেখা দিয়েছে। সূত্র মতে চলতি বর্ষা মৌসুমে এর আগে তিস্তায় গত ১৩ জুন থেকে টানা ১৫ জুন পর্যন্ত বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হবার পর তা নেমে যায়। এরপর ১৯ জুন তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি নেমে যাওয়ার পর ২৯ জুন সোমবার সকাল ৬টা থেকে ফের বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাহেদুল ইসলাম/এমজেড/এমএস
Advertisement