যুব এশিয়া কাপ ও যুব বিশ্বকাপের জন্য অনেকদিন ধরেই ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৯ তারিখ ভোরে যুব এশিয়া কাপে অংশ নিতে মালোয়শিয়ার উদ্দেশ ঢাকা ত্যাগ করবে বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের প্রস্তুতি উপলক্ষে আফগানিস্তান ও নেপালের যুবাদের বিপক্ষে দুটি সিরিজ খেলেছে সাইফ-আফিফরা। নেপালের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও, আফগানদের কাছে সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ। তারপরও যুব এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হয়েছে বলেই মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের স্পিন অলরাউন্ডার নাঈম হাসান।
Advertisement
নিজেদের প্রস্তুতি নিয়ে নাঈম হাসান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এশিয়া কাপের আগে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আফগানিস্তান আর নেপালের সঙ্গে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। দুই সিরিজেই আমরা মোটামুটি ভালো ক্রিকেট খেলছি। এ দুই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি।’
এ দুটি সিরিজ থেকে শিক্ষা নিয়ে এশিয়া কাপে ভালো কিছু করার ব্যাপারেও আশাবাদী নাঈম। তিনি বলেন, ‘দুই সিরিজের ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে তা বিশ্বকাপ ও এশিয়া কাপে কাজে লাগাতে চাই। আর এশিয়া কাপে নেপালের সঙ্গে প্রথম ম্যাচ হওয়াতে এ সিরিজটা বেশ কাজে লাগবে আমাদের।’
নেপালের বিপক্ষে শেষ ম্যাচে হারার কারণ ব্যখ্যা করলেন এ স্পিনার। তিনি বলেন, ‘নেপালের বিপক্ষে আমরা সিরিজ জিতে যাওয়াতে শেষ ম্যাচে দলে কিছু পরীক্ষা চালানো হয়েছে। আমাদের নিয়মিত ছয়জন খেলোয়াড়কে বসিয়ে দেয়া হয়েছিল। তাই হয়তো হারতে হয়েছে।'
Advertisement
এদিকে বিশ্বকাপের আগে যুবাদের সূচি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার কাওসার আহমেদ। তিনি বলেন, ‘২৬ ডিসেম্বর বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ত্যাগ করবে অনুর্ধ্ব-১৯ দল। সেখানে একটা কন্ডিশনিং ক্যাম্প ও কিছু প্রস্তুতি ম্যাচ আছে। এর আগে যুব এশিয়া কাপে যাবে দল। ২০ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার পর যে ছয়জন বিপিএলে আছে তারা সেখানে চলে যাবে। ১০ তারিখ পর্যন্ত বিপিএলে খেলবে তারা।’
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বে প্রতিপক্ষ শক্তিশালী ভারত বলেও জানান তিনি। তিনি বলেন, ‘এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নেপাল ও মালয়েশিয়া। তিনটি ম্যাচ থেকে গ্রুপ চ্যম্পিয়ন ও রানার্সআপ যাবে পরের রাউন্ডে।’
এমএএন/আইএইচএস/আইআই
Advertisement