খেলাধুলা

এ জয়টা খুব প্রয়োজন ছিল : জিদান

কঠিন একটি সপ্তাহ পার করতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। পুরোপুরি দুঃস্বপ্নের মতো। অবশেষে লাস পালমাসের বিপক্ষে এসে স্বস্তির জয়ের দেখা মিলল লজ ব্লাঙ্কোজদের। এরপরই মনে হচ্ছিল যেন, দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে জিনেদিন জিদানের দল। এ কারণেই রোনালদোদের কোচ জিদানের মন্তব্য, ‘দুঃস্বপ্নের একটি সপ্তাহ কাটানোর পর এ জয়টা খুব প্রয়োজন ছিল।’

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কাতালোনিয়ায় গিয়ে লা লিগায় নতুন ওঠে আসা জিরোনার কাছে অবিশ্বাস্যভাবে হেরে আসতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের। এরপর টটেনহ্যামের বিপক্ষে ফিরতি ম্যাচেই ওয়েম্বলিতে ৩-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছে জিদানের শিষ্যদের।

লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে টানা দুটি অপ্রত্যাশিত হারের পর তুমুল সমালোচনার মুখে পড়ে জিদানের দল। যে কারণে, লাস পালমাসের বিপক্ষে নিজেদের মাঠে জয়ে ফেরাটা ছিল খুব জরুরি। কাসেমিরো, আসেনসিও এবং ইসকোর গোলে সেই অতি প্রয়োজনীয় জয়টাই পেয়ে গেলো রিয়াল মাদ্রিদ।

এমন জয়ের পর তৃপ্ত কোচ জিদানের মুখে হাসিই ফুটে ওঠার কথা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাই নিজের সেই তপ্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আগের দুই ম্যাচে যা ঘটেছে, সেগুলো ভুলে নতুন শুরু করার জন্য এ ম্যাচে আমাদের জয়টা খুব প্রয়োজন ছিল। আমরা তিনটি গোল দিয়েছি। নিজেদের রেখেছি ক্লিনশিট (কোনো গোল হজম করেনি)। প্রথমার্ধে একটু কষ্ট করতে হয়েছে। তবে, দ্বিতীয়ার্ধে এসে খেলাটা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’

Advertisement

বারবারই আগের দুই ম্যাচের প্রসঙ্গ টানছিলেন জিদান। তিনি বলেন, ‘খেলোয়াড়দের জন্যও এ জয়টা খুব প্রয়োজন ছিল। আগের দুই ম্যাচ আমাদের জন্য ছিল খুবই কঠিন। তবে আমরা জানতাম, আমাদেরকে উন্নতি করতে হবে। ওটা আমরা করতে পেরেছি। এ কারণেই এ জয়টা ছিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

আইএইচএস/জেআইএম