আইন-আদালত

পেটে গজ রেখে সেলাই করা চিকিৎসককে গ্রেফতারে পরোয়ানা জারির নির্দেশ

সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে অপারেশন শেষ করা চিকিৎসকের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলেছেন হাইকোর্ট। তাকে গ্রেফতার করে সংশ্লিষ্টদের আগামী ১৫ নভেম্বরের আদালতে হাজির করতে বলা হয়েছে।

Advertisement

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে দাখিল করা প্রতিবেদনে চিকিৎসক নামধারী রাজন দাসের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়।

এর আগে ২৩ জুলা্ই পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশাল মেডিকেলের গাইনি বিভাগের প্রধানসহ তিনজনকে তলব করেন হাইকোর্ট। এ ছাড়া পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিককে হাজির হতে বলা হয়।

Advertisement

গত ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হল গজ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা আদালতের নজরে আনার পর রুলসহ হাইকোর্ট আদেশ দেন।

এফএইচ/এনএফ/জেআইএম