খেলাধুলা

১০-১৫ রান কম করেছে কুমিল্লা!

প্রথমে ব্যাট করে মাত্র ১৪৫ রান। যদিও সিলেটের ব্যাটসম্যানদের ওপর শেষ দিকে এসে কিছুটা চড়াও হতে পেরেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা; কিন্তু শেষ পর্যন্ত ১ বল হাতে রেখেই সিলেট সিক্সার্সকে জয়ের বন্দরে পৌঁছে দেন নুরুল হাসান সোহান। দারুণ চাপের মুখে দলকে মধুর এক জয় উপহার দিলেন সিলেটের এই তরুণ ব্যাটসম্যান।

Advertisement

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবি স্বীকার করলেন, ১০ থেকে ১৫টি রান কম হয়ে গেছে ভিক্টোরিয়ান্সদের। না হয়, প্রথম ম্যাচেই হয়তো জয়টা চলে আসতো হাতের মুঠোয়।

তামিম ইকবাল ইনজুরিতে। কুমিল্লার অধিনায়ক হচ্ছেন কে, তা নিয়ে ছিল নানা জ্বল্পনা-কল্পনা। কেউ বলছিলেন ইমরুল হবেন। আবার কেউ বলছিলেন লিটন দাসের ওপর ভারপ্রাপ্ত নেতৃত্বের ভার দেয়া হতে পারে। বিদেশি কাউকেও নেতা বাছাই করা হতে পারে- এমন মতামতও ছিল। শেষ পর্যন্ত দেখা গেলো সিলেটের নাসিরের বিপক্ষে টস করতে নামছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

ম্যাচ শেষে এ নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে মোহাম্মদ নবি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে আফগানিস্তান দলের অধিনায়ক ছিলাম। এখনও সহ-অধিনায়ক। আমার অভিজ্ঞতা আছে। এ কারণেই কোচ এবং ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছেন। বিপিএলে অধিনায়ক হিসেবে এটাই আমার প্রথম ম্যাচ। বিভিন্ন বিষয় নিয়ে আমি সিনিয়রদের সঙ্গেই আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি। যেমন প্রথম কয়েক ওভারে ডোয়াইন ব্র্যাভো, জস বাটলার কিংবা মারলন স্যামুয়েলস। এরপরই অবশ্য ম্যাচ নিয়ন্ত্রনে এসেছিল আমার।’

Advertisement

নিজেদের ইনিংস নিয়ে বলতে গিয়ে মোহাম্মদ নবির মন্তব্য, ‘আমাদের ১০ থেকে ১৫টি রান কম হয়ে গেছে। আমি কিংবা মারলন যদি ২০ ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারতাম, তাহলে অন্তত রান ১৬০ হতে পারতো।’

সিলেটেরে ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে দারুণ খেলেছেন, এটা স্বীকার করলেন নবি। তিনি বলেন, ‘তাদের (সিলেট) ওপেনাররা পাওয়ার প্লেতে দারুণ ব্যাট করেছেন। ওই সময় আমাদের উইকেট খুব প্রয়োজন ছিল। কিন্তু প্রথম ১০ ওভারে উইকেটই পাচ্ছিলাম না। এ সময় আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি। এ কারণে রশিদ খানকে বোলিংয়ে নিয়ে আসি। ১০ ওভার পরই আমরা সফল হতে শুরু করি। কিছু উইকেট পেতে শুরু করি।’

শেষ ওভারে নাকি ক্যাচ মিস করেছিল কুমিল্লা। সিলেটের ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নাকি ক্যাচ তুলেছিলেন। নবি বলছেন, ‘ওটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।’ তামিমকে বেশ মিস করছেন কুমিল্লার ভারপ্রাপ্ত অধিনায়ক। মোহাম্মদ নবি বলেন, ‘ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা খুব মিস করেছি। তিনি যদি থাকতেন, তাহলে দারুণ সূচনা এনে দিতে পারতেন।’

আইএইচএস/জেআইএম

Advertisement