আইন-আদালত

কারণ ছাড়া নোটিশ : হাইকোর্টে সিআইডি কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

কারণ ছাড়াই এক ব্যবসায়ীকে সিআইডি অফিসে আসার নোটিশ দেয়ায় হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সাতক্ষীরার সিআইডি পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিন। ক্ষমার আবেদনে বলা হয়, আইনের ব্যাখ্যা যথাযথভাবে বুঝতে না পারায় এ ভুল হয়েছে।

Advertisement

হাইকোর্টে রোববার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানিকালে শেখ মেসবাহ উদ্দিন এ ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে দুপুর ২টার পর আদেশ দেয়ার জন্য অপেক্ষমান রেখেছেন আদালত।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য এ সময় নির্ধারণ করেন।

আদালতে সিআইডি কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অপরদিকে রিটকারী ব্যবসায়ী আব্দুস সামাদ গাজীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

Advertisement

এর আগে গত ২৪ অক্টোবর সাতক্ষীরা জেলার সিআইডি ইন্সপেক্টর (পরিদর্শক) শেখ শেখ মেজবাহ উদ্দিনকে তলব করেছিলেন হাইকোর্ট।

সিআরপিসি আইনের ১৬০ ধারায় ব্যবসায়ীকে নোটিশ দেয়ার কারণ ব্যাখ্যা করতে ওই সিআইডি কর্মকর্তাকে আজ (৫ নভেম্বর) হাইকোর্টে হাজির হতে বলা হয়।

একই সঙ্গে ওই দিন আদালত রুলও জারি করেছিলেন। রুলে, ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারার অধীনে তদন্ত কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।

আদেশে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, খুলনা বিভাগীয় সিআইডি প্রধানসহ মোট ৬ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ২৩ আগস্ট সিআরপিসি আইনের ১৬০ ধারায় শেখ সিআইডি কর্মকর্তা মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত নোটিশে আব্দুস সামাদ গাজী নামে এক মৎস্য ব্যবসায়ীকে ২৮ আগস্ট খুলনা সিআইডি অফিসে হাজির হতে বলা হয়।

এর পর বিষয়টি নিয়ে আব্দুস সামাদ গাজী আইনজীবী মো. উজ্জ্বলের মাধ্যমে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে রুলজারিসহ শেখ মেজবাহ উদ্দিনকে আদালতে হাজির হতে আদেশ দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৬০ ধারায় বলা হয়েছে, 'প্রদত্ত সংবাদ হতে কিংবা অন্য কোনোভাবে যে ব্যক্তি সবিশেষ ঘটনা জানেন বলে প্রতীয়মান হয়, এ অধ্যায়ের অধীন তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ অফিসারের লিখিত আদেশ দ্বারা তার নিজের থানার বা পার্শ্ববতী থানার এরূপ কোনো ব্যক্তিকে তার সম্মুখে হাজির হতে বলতে পারেন এবং এরূপ ব্যক্তি সেই মোতাবেক হাজির হবেন।

এফএইচ/এমএমজেড/এমএস