জাতীয়

বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি : নরেন্দ্র মোদী

শুক্রবার বিকেলে দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার মেয়ে শেখ হাসিনা দেশটিকে রক্ষা করেছেন।বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মোদী আরও বলেছেন, বাংলাদেশ ও ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যত সবই সম্পর্কযুক্ত। এসময় তিনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন।বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের তৃতীয় বৈঠকে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। ২০ সেপ্টেম্বর থেকে দিল্লিতে এই বৈঠক শুরু হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রবৃদ্ধি, শান্তি আর সম্মৃদ্ধির জন্য প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি সমন্বিত উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন। দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার অগ্রগতিতে তার সন্তুষ্টি প্রকাশ করেন মোদী।বাংলাদেশে ব্যবসার সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীর উচিত বাংলাদেশে বিনিয়োগের এই সুযোগ গ্রহণ কর‍া। তিনি পর্যটনের মাধ্যমে দুই বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও দৃঢ় হতে পারে বলেও মত দেন। নদী ও সমুদ্র পথে বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদী।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পানিসম্পদমন্ত্রী উমা ভারতী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল, রাজ্যসভার (উচ্চকক্ষ) বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী। সবগুলো বৈঠকই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রণালয়।

Advertisement