যুক্তরাষ্ট্রে সম্প্রতি সমকামী বিয়ের বৈধতা দেয়া হয়েছে। এ নিয়ে যখন চারদিকে তোলপাড় তখন চাঞ্চল্যকর আরেক খবর মিললো দেশটির ওয়াশিংটনে। সেখানে একজন ইমামের সন্ধাণ মিলেছে যিনি সমকামী!ডিসিতে বসবাস করেন দায়ি আব্দুল্লাহ নামের এই ভদ্রলোক। জীনগত ভাবে তিনি একজন সমকামি। কিন্তু ভদ্রলোক পেশায় একজন ইমাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের দেয়া রায়ে সমকামী বিয়ের বৈধতা দেয়াতে অন্যান্য সমকামিদের মত তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল্লাহ জানান, ছোটবেলায় যুক্তরাষ্ট্রের ডেট্রোয়টে বেড়ে উঠেন তিনি। ১৫ বছর বয়সে শারীরিক অসামঞ্জস্যতার কথা বুঝতে পেরে পরিবার ছাড়েন তিনি। ৩৩ বছর বয়সে চীনে পড়াশোনা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে সমাকামিদের মৃতদেহ সৎকার এবং জানাজার দায়িত্ব নেয়ার জন্যই পেশা হিসেবে ইমামতিকে বেছে নেন।তিনি জানান, ‘মাঝে মাঝে প্রয়োজনীয়তা নতুন নতুন নিয়ম উদ্ভাবন করতে বাধ্য করে। তাই সমকামি মুসলিমদের স্বার্থের কথা চিন্তা করেই এই পেশাকে বেছে নিয়েছি।’তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি সবকিছুই মহান সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী হয়। মতের সাথে বিভেদ থাকতে পারে কিন্তু কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা উচিত না।’আরএএইচ/এলএ/আরআই
Advertisement