প্রবাস

কলকাতায় তিন দিনব্যাপী বাংলা সাহিত্য উৎসব

কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা সাহিত্য উৎসব। বাংলা সাহিত্য চর্চা বাড়াতে গেল ৩ বছর ধরে ভারতের অক্সফোর্ড পাবলিকেশন ও পত্র ভারতীয় যৌথভাবে এ আয়োজন করে আসছে। শুক্রবার পার্কস্ট্রিট এলাকায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত কবি শংখ ঘোষ, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন এবং সঞ্জীব চট্টোপাধ্যায়।

Advertisement

এ ধরনের উদ্যোগ বাংলা সাহিত্যের পাঠক বাড়াতে সাহায্য করবে বলে মন্তব্য করেন শংখ ঘোষ। ইমদাদুল হক মিলন বলেন, এই সাহিত্য উৎসবের মাধ্যমে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লেখক ও পাঠকের সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্র ভারতীয় কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায়, লেখক প্রচেত গুপ্ত প্রমুখ।

এমআরএম

Advertisement