অর্থনীতি

আয়কর মেলার ৪র্থ দিনে আয় ২১৬ কোটি টাকা

আয়কর মেলার ৪র্থ দিন শনিবার ঢাকাসহ সারাদেশে ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকার আয়কর আহরণ করা হয়েছে, যা গতবছরের একই দিনের তুলনায় ১১ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৪৭৩ টাকা বেশি।

Advertisement

চতুর্থ দিনে ১ লাখ ৯৪ হাজার ৩৩১ জন কর সেবা নিয়েছেন, যা গত বছরের একই দিনের তুলনায় ৩৭ হাজার ৭৪৮ জন বেশি। ৪র্থ দিনে রিটার্ন দাখিল হয়েছে ৫৩ হাজার ৬২৫টি, যা গতবছরের একই দিনের তুলনায় ২৪ হাজার ৩১৯টি বেশি।

আয়কর মেলা সূত্র জানায়, গত চার দিনে আয়কর মেলায় সর্বমোট ১ হাজার ২০১ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৩৪০ টাকার আয়কর আহরণ হয়েছে, যা গত বছরের ৪ দিনের তুলনায় ৪৪ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা বেশি।

এ চার দিনে কর সেবা নিয়েছেন ৫ লাখ ৯০ হাজার ৯৬২ জন, যা গত বছরের চেয়ে ১ লাখ ৮ হাজার ৪৮৬ জন বেশি। রিটার্ন দাখিল হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৮৯টি’ যা গত বছরের চেয়ে ৭২ হাজার ৭৭৬টি বেশি।

Advertisement

সূত্র আরও জানায়, সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিন ঢাকাসহ দেশের ৬৪টি জেলা, ৭টি উপজেলাসহ ৭১টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলার চতুর্থ দিন শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় ঢাকাসহ সারাদেশে করদাতা, সেবাগ্রহীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর ছিল। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত করদাতাদের সেবা প্রদান করা হয়। প্রতিদিনের মতো শনিবারও মেলায় করদাতাদের বাড়তি আকর্ষণ যোগ করে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’।

মেলায় কয়েকটি লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে করদাতারা এ কার্ড সংগ্রহ করেন। এছাড়া সাধারণ করদাতাদের পাশাপাশি বিশেষ ব্যক্তিদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড সংগ্রহ মেলায় বাড়তি মাত্রা যোগ করে।

এমএ/এমআরএম/ওআর

Advertisement