দেশজুড়ে

খুলনায় বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিয়ে বন্ধে গণমাধ্যমের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেজেএস এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।সভায় জেলা প্রশাসক বলেন, দেশে প্রথমবারের মতো বাল্যবিয়ে বন্ধে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বাল্যবিয়ের ক্ষেত্রে খুলনা জেলা বেশি ঝুঁকিপূর্ণ। খুলনাকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে খুলনা মহানগর, দাকোপ উপজেলা এবং ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নকে পাইলট এরিয়া হিসেবে বেছে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।তিনি আরো জানান,বাল্যবিয়ে বন্ধে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে শতভাগ সঠিকভাবে জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ এবং বিয়ে নিবন্ধনের সময় জন্ম সনদের ব্যবহার বাধ্যতামূলক করার কার্যক্রম অন্যতম।ইতিমধ্যে পাইলটিং কর্ম এলাকায় ইউপি চেয়ারম্যান, সচিব, কাউন্সিলর, কাজী এবং পুরোহিতদের নিয়ে বাল্যবিয়ে রোধে দুইটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আলমগীর হান্নান/এসএস/আরআই

Advertisement