দেশজুড়ে

টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

কয়েক দিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। এর আগে হ্রদে পানির অভাবে কেন্দ্রের ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৫ ইউনিটের মধ্যে দুইটি চালু করে পিক-আওয়ারে ৬৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিল। এখন আরো দুটি ইউনিট চালু করায় উৎপাদন আগে চেয়ে দ্বিগুণ বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান বলেন, লেকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি শতভাগ পানির ওপর নির্ভরশীল। লেকে প্রয়োজন মতো পানি থাকলে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। অব্যাহত বৃষ্টিপাতে লেকের পানির স্তর প্রায় ৩ ফুট বেড়েছে। লেকে বর্তমানে পানি রয়েছে প্রায় ৭৮ ফুট এমএলএস। তবে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন করতে হচ্ছে জাতীয় গ্রিডে।জানা গেছে, অব্যাহত বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদে পানি বাড়তে শুরু করেছে। এতে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রেও উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে। এ অবস্থা বজায় থাকলে অচিরেই কেন্দ্রের সবগুলো ইউনিট চালু করে পূর্ণমাত্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সুশীল প্রসাদ চাকমা/এসএস/পিআর

Advertisement