ঢাকা ডাইনামাইটসের ১৩৭ রানের ছোট টার্গেটে খেলতে নেমে ভালই জবাব দিচ্ছে স্বাগতিক সিলেট সিক্সার্স। দুই ওপেনার উপুল থারাঙ্গা আর আন্দ্রে ফ্লেচার মিলে গড়েছেন ৭৬ রানের জুটি। ঢাকার বোলাররা কোনোভাবেই সুবিধা করতে পারছেন না সিলেটের এই দুই ওপেনারের বিপক্ষে।
Advertisement
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপুল থারাঙ্গা ৩০ ও আন্দ্রে ফ্লেচার ৪৬ রানে অপরাজিত রয়েছেন। আর সিলেটের সংগ্রহ ৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রান।
প্রথম পাওয়ার প্লেতে সিলেট সংগ্রহ করেছে ৪০ রান বিনা উইকেটে। রান রেটের গড় ৮। আর সিলেটের প্রয়োজন প্রতি ওভারে গড়ে ৬ দশমিক ৪৬। একই সময় ঢাকার ছিল এক উইকেটে ৩৭।
এদিকে , টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় প্রথমবারের মত বিপিএলে অধিনায়কত্ব করা নাসির হোসেন। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৬ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সাঙ্গাকারা। আর সিলেটের হয়ে নাসির হোসেন, আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেট ২টি করে উইকেট নেন।
Advertisement
এমএএন/এমএমআর/এমএস