জাতীয়

প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান রওশন এরশাদের

প্রতিবন্ধী নাগরিকদের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যাতে সমাজের সব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন তার জন্য আরো বেশি সচেতনতা তৈরি ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।রোববার রাজধানীর উত্তরায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত দেশি-বিদেশি প্রতিবন্ধী নেতৃবৃন্দের অংশগ্রহণে ওয়ার্ল্ড কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।ডিজাবল পিপলস ইন্টারন্যাশনাল (ডিপিআই) এর ওয়ার্ল্ড কাউন্সিলর ও ইউরোপ চেয়ারপারসন জিয়েন লুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরো বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল আহ্সান কলিমুল্লাহ, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার দুলাল এতে করেন প্রমুখ।রওশন এরশাদ বলেন, জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণার পরও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের প্রয়োজন পড়লো এজন্য যে, প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার রক্ষায় যথেষ্ট ছিল না। এ জন্য জাতিসংঘ ১৯৮১ সাল থেকে প্রতিবন্ধী দিবস পালনের সূচনা করে।তিনি আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ ও তাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিক, স্বাস্থ্যগত প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবন্ধীরা সকলের আপনজন। তাদের আদর যত্ন, নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।বিএ/আরআই

Advertisement