ক্যাম্পাস

ঢাবিতে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রোববার এই জাদুঘর উদ্বোধন করেন।পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহতাশাম হোসেন, প্রাক্তন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রাক্তন অধ্যাপক ড. অজয় রায়, প্রাক্তন অধ্যাপক ড. মো: আমিনুর রশিদ, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার ও অধ্যাপক শামীমা চৌধুরী প্রমুখ।   উপাচার্য আরেফিন সিদ্দিক পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রয়াত অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর (এস এন বোস) অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তিনি বলেন, ১৯২০ শতকের শুরুতে ‘কোয়ান্টাম মেকানিকস’ বিষয়ক গবেষণা কর্মের জন্য এস এন বোস বিশ্বব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেন। তিনি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের খুবই ঘনিষ্ঠ ছিলেন। অধ্যাপক এস এন বোসের নামানুসারেই বিশ্বের অর্ধেক বস্তুকণার নাম ‘বোসন’ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপাচার্য আশা প্রকাশ করেন এস এন বোস জাদুঘর তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।  উল্লেখ্য, এস এন বোস ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর ব্যবহৃত ইজি চেয়ার, বুক-সেলফ, রিভলভিং চেয়ার, ঘড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ পত্র, বোস-আইনস্টাইনের মধ্যে বিনিময়কৃত চিঠিপত্রসহ বিভিন্ন ঐতিহাসিক দ্রব্যাদি এই জাদুঘরে স্থান পেয়েছে।এমএইচ/এআরএস/পিআর

Advertisement