দেশজুড়ে

‘তেঁতুল হুজুরদের না ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা নয়’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে যেমন বিতর্কের অবসান হওয়া উচিত তেমনি যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের নিয়ে যে বিতর্ক তারও অবসান হওয়া উচিত।

Advertisement

তিনি বলেন, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়। বিএনপি নির্বাচন নিয়ে এত প্রস্তাব দিচ্ছে অথচ রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ছাড়ার কোনো আলোচনায় আসছে না।

শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ‘নির্বাচনের আগে এ সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় আসতেই হবে’ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায় এ কথা সঠিক নয়, কারণ এদের ভালোভাবে বিজয়ের নজির রয়েছে। জনগণ যতদিন চাইবে ততদিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকবো। এইসব ব্যাপারে হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ নেই।

Advertisement

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান হাবিব, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আল-মামুন সাগর/এএম/আরআইপি