বার্সার হয়ে মেসির শুরুটা হয়েছিল ২০০৪ সালে। এরপর কেটে গেছে ১৩ বছর। এ সময়ে অনেক মাইলফলক ছুঁয়েছেন পাঁচবারের এই বর্ষসেরা এই খেলোয়াড়। এবার তার বার্সার হয়ে ক্যারিয়ারের ৬০০ তম ম্যাচ খেলতে নামবেন তিনি। মাইলফলকের এই ম্যাচে দলটির প্রতিপক্ষ সেভিয়া। ৬০০তম ম্যাচটি ন্যু ক্যাম্পেই খেলবেন মেসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে।
Advertisement
বার্সার হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি জাভি হার্নান্দেজের দখলে। অবসর নেওয়ার আগে কাতালান দলটির হয়ে ৭৬৭ টি ম্যাচ খেলেন জাভি। দ্বিতীয় অবস্থানে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা (৬৪২)।
এদিকে বার্সার হয়ে গোলের সংখ্যায় মেসির ধারের কাছেও কেউ নেই। এখন পর্যন্ত ৫৯৯ ম্যাচে ৫২৩ গোল করেছেন এই তারকা। লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এখন পর্যন্ত ৩৬০টি গোল করেছেন।
চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে বার্সার। ১০ ম্যচে ৯ জয় ও ১ ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ দল তারা। ১২ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি।
Advertisement
এমআর/জেআইএম