খেলাধুলা

এক ম্যাচে ১৩৬ ওয়াইড!

ক্রিকেট ম্যাচে কত রকমের অবিশ্বাস সব রেকর্ড গড়তে দেখা যায়। কিন্তু ভারতে অনূর্ধ্ব-১৯ নারী নর্থ ইস্ট চ্যাম্পিয়নশিপে এক লজ্জার রেকর্ড গড়ল নাগাল্যান্ড ও মনিপুরের ক্রিকেটাররা। দুইদলের এক ম্যাচেই ওয়াইড দিয়েছে ১৩৬ টি!

Advertisement

খেলায় প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ২১৫ রান করে নাগাল্যান্ড। মনিপুর তাদের বোলিংয়ে ১১২ রান অতিরিক্ত দেয়, যার মধ্যে ৯৪ টি ছিল ওয়াইড। জবাবে মনিপুর ৯৮ রান করলে নাগাল্যান্ড ১১৭ রানে জয় পায়। নাগাল্যান্ড ৪৫টি অতিরিক্তের মধ্যে ওয়াইড দেয় ৪২টি।

বেশ ঘটা করেই নর্থইস্ট-বিহার অনূর্ধ্ব ১৯ মহিলাদের ওয়ানডে ক্রিকেট চালু করেছে বিসিসিআই। উদ্বোধনী বছরে প্রথম ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স দু’‌দলের বোলারদের।

উল্লেখ্য, এর আগে নারী আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অতিরিক্ত রান এসেছে ২০০৩ সালে অনুষ্ঠিত নেদারল্যান্ডস ও জাপানের ম্যাচে। দুই দল মিলে মোট ১৩৩ অতিরিক্ত রান দেয়।

Advertisement

এমআর/জেআইএম