খেলাধুলা

এবারও দলকে চ্যাম্পিয়ন বানাতে চান সাকিব

শুরুতে হয়ত সবার দেখা মিলবে না। লাইন আপে এক ঝাঁক নামী-দামি তারকা। সংখ্যায় গুনলে সর্বাধিক আন্তর্জাতিক পারফরমারের সমারোহ ঢাকা ডায়নামাইটসে। এই তারকায় ঠাসা দলের নেতৃত্বে থাকা সাকিব আল হাসান অবশ্য মানতে চান না তার দলেই সবচেয়ে বেশী তারকা।

Advertisement

দল ঢাকা ডাইনামাইটসে তারকাদের নিয়ে সাকিব বলেন, ‘সবচেয়ে বলাটা ইয়ে ( ঠিক ) হবে না। কিন্তু হ্যাঁ, আমাদের টিমটা খুবই ভাল। ফ্র্যাঞ্চাইজি, মালিক ও কমকর্তারা খুব একটা ভাল টিম করতে পেরেছেন। অামার মনে হয়, লাইনআপ শেষ বছরের চেয়ে ভাল। বেশিরভাগই আগের প্লেয়ার। মনে হয় ব্যাপআপও অনেক ভাল। যেহেতু এত বড় একটা টুর্নামেন্ট। ইনজুরি থাকে অনেক সময়। আবার অনেককে সব সময় পাওয়াও যায় না। তাই ব্যাকআপ প্লেয়ার বেশী থাকা ভাল।’

এর আগে দু’বার ঢাকার হয়ে খেলেছেন। প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে তার দল। প্রথমবার ২০১৩ সালে দ্বিতীয় আসরে ; মাশরাফির নেতৃত্বে। তখন ঢাকা গ্ল্যাডিয়েটরসের পক্ষে খেলেছেন সাকিব। আর গতবার তার নেতৃত্বেই প্রথম চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস।

সাকিব চান, এবারও চ্যাম্পিয়ন হতে। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমার ঢাকায় এটা দিয়ে তিনবার খেলা হচ্ছে। তিনবছরই প্রত্যাশা ছিল চ্যাম্পিয়ন হওয়ার। প্রথম দু’বার হতে পেরেছি। এবার তৃতীয়টা।’

Advertisement

সাকিব এবারও বিজয়ী হতে চান। তার বিশ্বাস, শুরু ভাল করতে পারলে এবারও সম্ভাবনা আছে তার দলের। এ নিয়ে সাকিব বলেন, ‘বড় টুর্নামেন্ট। পুরো আসরে ভাল খেলে যাওয়া কঠিন। কিন্তু আমাদের টিমে যে ধরণের প্রফেশনার ক্রিকেটার আছে, তাদের সামর্থ্য আছে পুরো টুনামেন্ট জুড়ে ভাল খেলার।’

এআরবি/এমএমআর/আইআই